গ্রামে কোকাকোলা পাওয়া যায় না তাই কোকাকোলা খেতে ঢাকায় এলেন সাব্বির। শুনতে অদ্ভুত হলেও এ রকমটিই নিজের টুইটারে লিখেছেন তরুণ লেখক, চলচ্চিত্র নির্মাতা আহমেদ সাব্বির। তিনি লিখেছেন
” গ্রামে কোকাকোলা পাওয়া যায় না। চর তো তাই বোধহয় ওখানে কোকাকোলা যেতে পারে না। যাই হোক অনেক মিস করতে এখন আমি কোকাকোলার স্বর্গরাজ্য ঢাকায় চলে এসেছি। এখানে সবখানে কোকাকোলা আছে। এটাই বোধহয় একমাত্র পানীয় যা আমার সকল কষ্ট দূর করে দেয়। যখন কোন কিছু খেতে ইচ্ছা করেনা তখন আমার কোকাকোলার কথা মনে পরে। কারণ, কোকাকোলা থাকলে সব খেয়ে
ফেলা যায়।”