কোরবানি করা একটা উত্তম ধর্মীয় দায়িত্ব । কোরবানির গোসত পবিত্র। কিন্তু এই পবিত্রতা রক্ষা করতে পারাটাও গুরুত্বপূর্ণ। দুঃখজনক হলেও সত্য আমার অন্তত ডজন খানেক বন্ধু আছেন যারা গোরুর গোসতের সাথে মদ খাবার প্রস্তুতি নিচ্ছেন। পরিচিত অপরিচিত আরোও অনেকের মধ্যেও এই প্রবণতা আছে। তাদের প্রতি আমার অনুরোধ দয়া করে কোরবানির গোসতের সাথে মদ খাবেন না।
পান করবার ইচ্ছা থাকলে কোমল পানীয় পান করুন। কোকাকোলা পান করতে পারেন, এটা হালাল এবং স্বাস্থ্য সম্মত । মদ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হারাম আর স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
কোরবানি মানে ত্যাগের মহীমা প্রতিষ্ঠা করা গোসত খাবার উৎসব নয়। সবাই সুন্দর ভাবে ইদ উল আযহা পালন করুন আপনার আশেপাশে যারা কোরবানি করতে পারছে না তাদের মধ্যে গোসত বিতরণ করুন। সবার প্রতি সদয় আচরণ করুন। সকলের ইদ সুন্দর হোক।
ইদ মুবারক।
আহমেদ সাব্বির
লেখক, চলচ্চিত্র নির্মাতা