দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি ০২ সেপ্টেম্বর ২০২০,

টাঙ্গাইলরে দেলদুয়ারে বজ্রপাতে শাহাদত হোসেন খান হেলাম (৬০) নামে এক কৃষক মারা গেছেন।
উপজেলার লাউহাটী ইউনিয়নের তারটিয়া কমলাই গ্রামে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী শহিদুল্লাহ খান জানান, বিকালে হেলাম খান ধলেশ্বরী নদীর চরের জমিতে কাজ করতে যান। সেখানেই বজ্রপাতে তিনি মারা যান।