চলচ্চিত্র নির্মাতা আহমেদ সাব্বির এর লেখা মডেল অভিনেত্রী ও দন্ত চিকিৎসক নায়লা নাঈমের জীবনী ভিত্তিক বইয়ের প্রথম খন্ড, “নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি পার্ট ওয়ান ” এর একক মালিকানা চান নায়লা নাঈম।
গত ১৩ ই জুলাই ২০২০, আহমেদ সাব্বিরের সাথে জরুরী বৈঠকে নায়লা নাঈম এই প্রস্তাব করেন। বাংলা ভাষায় লেখা বইটির জন্য নায়লা নাঈমকে কপিরাইট প্রদান করতে সম্মত হন লেখক আহমেদ সাব্বির তবে এ বিষয়ে তাদের মধ্যে কোন লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়নি।
নায়লা নাঈম লেখক আহমেদ সাব্বিরকে সাইনিং মানি হিসেবে ওইদিন একটি দশ হাজার টাকার চেক অগ্রীম প্রদান করে এক ধরণের মৌখিক সমঝোতায় আসেন।
বইটির ইংরেজি ভার্সনের পান্ডুলিপি লেখকের কাছে সংরক্ষিত আছে। ইংরেজি ভার্সনটি নিয়ে এই মুহুর্তে কোন পরিকল্পনা নেই। তবে বইটি আন্তর্জাতিক ভাবে ইংরেজিতে প্রকাশ হতে পারে। পাশাপাশি বইটি উর্দুতে অনুবাদ এর কাজ চলছে। একটি ব্যক্তিগত সমীক্ষা থেকে জানা গেছে উর্দু ভাষাভাষীদের মধ্যে নায়লা নাঈমের জনপ্রিয়তা ব্যপক পরিমাণ। সেদিক দিয়ে উর্দুতে বইটি প্রকাশ করলে সেই সব ভক্তরা নায়লা নাঈমকে আরো ভালো ভাবে বুঝতে পারবেন।