https://www.youtube.com/watch?v=vI5Oa4WtK3w&feature=emb_rel_err
Dhaka 1209 | Episode 5 | Touhid Ashraf | Web Series 2020 |

রাত বারোটার পর উপর তলার ভাবির কাছে রান্নার তেল আনতে যায় নিলয়। কেবল তেল আনতে পারলেই সাব্বির একটা ইটালিয়ান ম্যানু রান্না করতে পারবে। এই উপর তলার ভাবিকে নিয়ে নিলয় নানাবিধ স্বপ্ন দেখে৷ আর ভাবে, কি করে এত সুন্দর একটা মেয়ে এমন কর্পোরেট ক্লান্ত রসবোধহীন স্বামীর সংসার করে! এটা কোন বাস্তব গল্প নয়। ঢাকা ১২০৯ এ চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ নিলয় কে দেখা গেছে এমন মজার একটা চরিত্রে অভিনয় করতে। যাপিত জিবনের গল্প আর বিনোদনের এক অপুর্ব সমন্বয় ওয়েব সিরিজ ঢাকা ১২০৯। আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত এই ওয়েব সিরিজটির ৫ টি পর্ব রিলিজ হয়েছে। সমসাময়িক ঢাকা শহরের গল্পকে উপজীব্য করে ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন নির্মাতা তৌহিদ আশরাফ। মাবরুর রশীদ বান্নাহর প্রযোজনা প্রতিষ্ঠান আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরির ব্যানারে মুক্তি প্রাপ্ত ওয়েব সিরিজটি গত ৫ সেপ্টেম্বর ২০২০ থেকে ধারাবাহিক ভাবে প্রচারিত হয় পুরো সেপ্টেম্বর মাস জুড়ে।