মক্কার পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে বৃক্ষরোপন উদ্যোগ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে সৌদির পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ। রবিবার (২৮ মার্চ) বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেছেন পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান শায়খ ড. শায়খ আবদুল রহমান আল সুদাইস।
পবিত্র মসজিদুল হারাম পরিবেশ উন্নত করতে এর আশাপাশের খালি স্থানে বৃক্ষরোপনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়। সৌদি আরব সরকারের ভিশন-২০৩০ লক্ষ্য বাস্তবায়নে বৃক্ষরোপনের বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়।
বৃক্ষরোপন উদ্যোগের মাধ্যমে অজুর কাজে ব্যবহৃত পানি পরিশোধন করে পুনর্ব্যবহারের উপযুক্ত করা ও গাছ সেচ দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হবে।
জলবায়ু ও পরিবেশ পরিবর্তনরোধে টেকশই উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন শায়খ সুদাইস। টেকশই উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে দূষণ ও তাপমাত্রা হ্রাস করে পরিবেশের উন্নয়ন করা হবে। এরই ধারাবাহিকতায় কাবার আশপাশের খালি আঙিনায় বৃক্ষরোপন করে পরিবেশবান্ধব করা হবে।