ডাক্তার মোঃ মিলাদ মাহমুদুল হাসান
তিনি বলেন আমি হেফাজতের আন্দোলন কোন বিপ্লব ঘটায় দেবে এমনটা কখনো ভাবি না,হুটহাট আন্দোলনের পক্ষেও আমি না!! অতীতের মত এবারও তাদের মাথা গুলো বিক্রি হবে কেজি দরে আর জায়গামত বিভিন্ন উপাধি বিলিয়ে দিয়ে আসবে। ১ মাস পর বিবৃতি হবে,”আমাদের আন্দোলনে জামায়াত ঢুকে পড়ায় এতো নাশকতা হয়েছিল,অামরা কি আর এমন করতাম!!”
কষ্ট হচ্ছে মৃত মানুষগুলোকে নিয়ে,তাদের পরিবার তহ সব হারালো।। তাদের মনের বিশুদ্ধতা প্রশ্নাতীত কিন্তু তাদের নেতাদের বিশুদ্ধতা,দূরদর্শিতা নিয়ে অামি বরাবরের মতই সন্দিহান।।
আমি মনে করি এদেশের লাশের রাজনীতিতে মূল্যহীন প্রাণ হিসেবে তারা দুপক্ষের লাভের হিসসা বাড়াতে পেরেছে কেবল।।।
ফেসবুক থেকে সংগ্রহ
বিডি এক্সপ্রেস নিউজ